মালদা

পারিবারিক বিবাদের জেরে নিজের পরিবারের হাতে আক্রান্ত এক ব্যাক্তি

দিনের পর দিন ছেলের বাড়ির লোকেরা অত্যাচার করে নিজের ছেলে ও বউমার উপর। নিজের স্ত্রীকে পরিবারের মারধর থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। 

            জানা যায়, আহত স্বামী মদন চৌধুরী পেশায় গাড়ির খালাসি।এক বছর আগে বৈষ্ণবনগরের বাসিন্দা দিপা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তার। অভিযোগ বিয়ের পর থেকেই দিপার উপর অত্যাচার করত তার শ্বশুর বাড়ির লোকেরা। তার স্বামী এই ব্যাপার নিয়ে তার পরিবারকে বার বার বোঝানোর পরেও কোন ফল হ্যনি।বরন দিনের পর দিন তা বেড়েই চলেছে।

            দিপা জানায়, তার শ্বশুর বাড়ির এই অত্যাচারের জন্য সে আর তার স্বামী বাড়ি থেকে অন্যত্র চলে যায়। তারপর প্রায় মাস তিনেক বাদে শ্বশুর বাড়ির লোকেরা তাদেরকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এরপর আবার শুরু হয় তাদের উপর অত্যাচার। আজ সকালে জল নিয়ে বচসা শুরু হলে আবার বেধরক মারধর করা হয় দিপাকে। সেই সময় স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী মদনকে বেধরক মারধর করতে থাকে। তাদের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত দুই জনক সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও স্বামীর আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।